ঘরে থাকা নিশ্চিত করতে বলপ্রয়োগ

সামাজিক দূরত্ব বজায় রেখে যারা চলছেন না তাদের উদ্দেশ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যে ভাবেই হোক আমরা মানুষের ঘরে থাকা নিশ্চিত করব। হয় মানুষকে সচেতন করে, না হয় বলপ্রয়োগ করা হবে। কেউ সেটা ঠেকাতে পারবে না।

সোমবার অটোয়াতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

এ সময় বিরক্ত হয়ে ট্রুডো বলেন, এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) ঘরে যান এবং সেখানেই অবস্থান করুন।

তিনি বলেন, আপনারা যদি এ পরামর্শ এড়িয়ে যান, মানুষের সাথে মিশেন কিংবা জনসমাগমপূর্ণ স্থানে যান তাহলে আপনি শুধু নিজেদেরই যে ঝুঁকিতে ফেলছেন তা নয়, অন্যদেরও ঝুঁকিতে ফেলছেন।

উল্লেখ্য, কানাডায় এখন পর্যন্ত ১৪৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২০ জন।

এসএইচ-১৮/২৪/২০ (অনলাইন ডেস্ক)