ঘরের বাইরে দেখামাত্র গুলি!

ভারতজুড়ে, লকডাউন, তেলেঙ্গানা, ঘর, বাইরে, দেখামাত্র, গুলি, পূর্বপশ্চিমবিডি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভারতে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভারতজুড়ে লকডাউন ঘোষিত হয়েছে। মানুষ সেই নির্দেশ না মানলে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হবে। দেখা মাত্র গুলিরও নির্দেশ দেওয়া হবে।

এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশ ও সরকারকে সহযোগিতা না-করলে আমেরিকার মতো সেনা নামানো হবে।লকডাউন ভেঙে মানুষ রাস্তায় বের হওয়ার তীব্র সমালোচনা করেন তিনি।

চন্দ্রশেখর জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করা হবে। বুধবার রোজ সন্ধ্যা ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে।

লকডাউনের সময় সব মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, কর্পোরেটর, জেলা পরিষদ ও পৌরসভার সদস্যদের পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

চন্দ্রশেখর রাও জানান, তেলেঙ্গানায় এখনও পর্যন্ত ৩৬ জনের শরীরের করোনা ধরা পড়েছে। সন্দেহ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে ১১৪ জনকে। একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এসএইচ-০২/২৫/২০ (অনলাইন ডেস্ক)