লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে চিতা

করোনার জের। এক সপ্তাহ হতে চলল কার্যত বন্দি দশা কাটাছেন গোটা ভারতবাসী। এমন ঘরবন্দি দশা থেকে সহজে রেহাই পাওয়ার ছাড়পএ মিলবে না এখনি।

ফলে এমন অসহায় অবস্থায় লকডাউনের আরও বাকি দিনগুলো ঘরবদ্ধ হয়েই কাটাতে হবে সাধারণ মানুষকে।

যদিও এই অবস্থায় কিছুটা হলেও মানুষের অত্যাচারের হাত থেকে বেঁচেছে বন্য জীবজন্তুরা। টিভি বা সংবাদমাধ্যমে চোখ রাখলেই বুঝে যাবেন আসল কারণটা।

তবে একটু সোজা ভাষায় বললে যেটা দাঁড়ায় তা হলো, করোনার ভয়ে গোটা পৃথিবীর মানুষেরা এখন ঘরবন্দি রাখছেন নিজেকে। ঠিক যেমন, শুধুমাএ বিনোদনের জন্য বন্যদের খাঁচায় বদ্ধ করে রাখি আমরা।

করোনা পরিস্থিতির জেরে এখন যেন দুনিয়াজুড়ে উল্টোটা ঘটছে। এর ফলে মানুষ নিজেকে আবদ্ধ করে রাখছেন, আর পশুপাখিরা নিজেরদের মুক্ত করে দিচ্ছে প্রকৃতির কোলে।

ঠিক তাই। লকডাউনের জেরে এখন এমন দৃশ্যের হার হামেশেই দেখা মিলছে। তার জলজ্যান্ত উদাহরণ হলো ভারতের চন্ডীগড় রাজ্য।

আজ সকালে চন্ডীগড়ের রাস্তায় তথা লোকালয়ে দেখা মিলল এক চিতাবাঘের। যা দেখে প্রথমে অনেকেই চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না সেই সময় চণ্ডীগড়ের রাস্তায় টহলরত পুলিশ কর্মীরা।

পরে অবশ্য বনদফতরের সহায়তায় চিতাটিকে ছেঁড়ে দিয়ে আসা হয় জঙ্গলে। আর এত হাফ ছেড়ে বাঁচেন পুলিশ কর্তারাও।

এসএইচ-০৬/৩১/২০ (অনলাইন ডেস্ক)