নারী-পুরুষের একসঙ্গে চলা নিষিদ্ধ

সামাজিক দূরত্বে এক অভিনব ধারা যুক্ত করলো দেশটি। প্রেসিডেন্ট লরেন্টিনো নিটু কর্টেযো এক টুইট বার্তায় বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ঘোষণা করেও নাগরিকদের বশে রাখা যাচ্ছে না।

অসংখ্য মানুষ বিভিন্ন দরকারে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতি বাধ্য হয়ে সাতটি পদক্ষেপ নিয়েছে পানামা সরকার।

রোববার ঘর থেকে কেউই বের হতে পারবেন না। কেনাকাটাসহ জরুরি প্রয়োজনে সপ্তাহের তিনদিন বাড়ি থেকে বের হবেন শুধু নারীরা। সোম, বুধ ও শুক্রবার। বাকি তিনদিন পুরুষরা বের হবেন। সরকারি কর্মকর্তারা জানান, কমপক্ষে ১৫ দিন চলবে এই আইন।

নতুন আদেশে বলা হয়েছে, যতো জরুরি প্রয়োজনই হোক না কেনো, বাড়ির বাইরে বের হলে নারী ও পুরুষকে আলাদাভাবে চলতে হবে। সম্পর্ক যাই হোক না কেনো।

পানামায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০৭৫, মারা গেছেন ২৭ জন।

এসএইচ-০৯/০২/২০ (অনলাইন ডেস্ক)