করোনায় দুই মন্ত্রী বরখাস্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার দায়িত্বে থাকা কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক চোলপনবায়েভ ও উপপ্রধানমন্ত্রী আলতিনাই ওমরাবেকভাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সুরোনবে জিনবেকভ। ভাইরাস মোকাবেলায় তাঁদের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট বিরক্তি প্রকাশ করার পর বুধবার তাদের বরখাস্ত করা হয়।

করোনায় মোকাবিলায় তাদের কর্মকাণ্ডে প্রেসিডেন্ট হতাশ। প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়।

মঙ্গলবার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশটির টাস্কফোর্সকে নেতৃত্ব দেয়া স্বাস্থ্যমন্ত্রী কসমসবেক ও উপপ্রধানমন্ত্রী আলতিনাইয়ের সমালোচনা করেন প্রেসিডেন্ট জিনবেকভ। একই সঙ্গে তিনি ওই দুজনের কাজকে ‘অসন্তুষ্টিজনক’ বলে উল্লেখ করেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে।

এসএইচ-১৭/০২/২০ (অনলাইন ডেস্ক)