বাগদত্তাকে চিকিৎসক যে বার্তা দিলেন

মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। লকডাউন অবস্থা চলছে বিশ্বজুড়ে।প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শত শত মানুষ। এর প্রতিরোধ নিয়ে যখন বিশ্বে চলছে নানা গবেষণা। ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রেও বেশিরভাগ হাসপাতালে চিকিৎসকরা দম ফেরার সুযোগ পাচ্ছেন না। রোগীরাও বিছানা পাচ্ছেন না চিকিৎসা নেওয়ার। কোথাও কোথাও রোগী মারা গেলে খালি হচ্ছে বিছানা!

এমন বিভীষিকাময় পরিস্থিতিতে করোনা রোগীর সুস্থতার জন্য নিজের বিয়ে ফেলে পরিবারের কাছ থেকে চূড়ান্ত বিদায় নিয়েছেন এক তরুণী মার্কিন চিকিৎসক। তার ব্রিটিশ বাগদত্তাকেও বার্তা পাঠিয়েছেন। লিখেছেন- ‌‘হয়তো বিয়ে করার আগে আমার জীবন করোনা শেষ করে দেবে।’

ডিনা এলকাফ্রাভি (৩০) নামে মার্কিন এই নারী চিকিৎসকের বাড়ি নিউইয়র্ক সিটিতে। সেখানকার পরিস্থিতি এমন অবস্থায় গড়িয়েছে, নিজের মৃত্যু অনিবার্য জেনেও ঝাঁপিয়ে পড়েছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে।

ব্রিটিশ গণমাধ্যম মেট্রোকে ডিনা জানিয়েছেন, আসছে অক্টোবরে ব্রিটিশ প্রেমিক ব্রিট রিচার্ড বেইলিকে (৩৫) বিয়ে করবেন তিনি। কিন্তু বেঁচে থাকবেন কি না, সে ব্যাপারে উদ্বিগ্ন ডিনা এলকাফ্রাভি। তার আশঙ্কা করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তার মৃত্যু ঘটবে। তাই আগেই প্রেমিককে বার্তা দিয়েছেন তিনি।

নিউইয়র্কের ব্রঙ্কসের লিংকন মেডিকেল সেন্টারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডিনা বলেন, ‘আমি রিচার্ডকে বলেছি, হয়তো বিয়ে করার আগে আমার জীবন করোনায় শেষ করে দেবে।’

মেট্রোকে ডিনা আরও বলেন, ‘আমি ভীত হয়ে পড়েছি, আমার আশঙ্কা কাজ করতে গিয়ে এটা (করোনাভাইরাস) আমাকে মেরে ফেলতে পারে। আমি কেবল প্রার্থনা করতে পারি, কিন্তু অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি না। আমি আমার পরিবারকে জীবনের শেষ ইচ্ছার কথা জানিয়েছি এবং আমি জানি না যে আমি আর কখনও আমার পরিবারের সদস্যদের দেখতে পাবো কি না।’

এই মুহূর্তে করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। যেখানে উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত ৮১ হাজার ৫শ ৮৯ জন আক্রান্ত হয়েছে, সেখানে চীনের অনেক পর আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র মৃত্যু এবং আক্রান্তের সংখায় চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৩শ ৯৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৮শ ৮জন।

এসএইচ-০২/০৩/২০ (অনলাইন ডেস্ক)