তুরস্কে জনবহুল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে সম্প্রতি নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বুধবার এক দিনেই দুই হাজার ৬৯৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকার পাবলিক প্লেসগুলোতে নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে চায়। কিন্তু ধূমপানের সময় লোকজনের মাস্ক পরা ব্যাহত হয়। ফলে যথাযথভাবে মাস্ক পরা নিশ্চিতে ২০২০ সালের ১২ নভেম্বর থেকে রাস্তাঘাট ও গণপরিবহনের মতো জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হলো।
উল্লেখ্য, তুরস্কে এখনও পর্যন্ত চার লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৪৫ জনের মৃত্যু হয়েছে।
এসএইচ-২৪/১২/২০ (অনলাইন ডেস্ক)