নিয়োগ পরীক্ষার দুদিন পর কল লেটার পেলেন তরুণ!

ডাক বিভাগের দায়িত্বে অবহেলার কারণে মৌখিক পরীক্ষা হয়ে যাওয়ার দুদিন পর ইন্টারভিউয়ের চিঠি হাতে পেয়েছেন এক তরুণ। ডাক বিভাগ বলছে লোকবল সঙ্কটের কারণেই এমন ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ এলাকায়। ভুক্তভোগী তরুণের নাম অর্ক রঞ্জন দাস।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে স্টেট কো-অপারেটিভ সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন ওই তরুণ। কিন্তু পরীক্ষার পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার তার কাছে একটি কল লেটার আসে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে।

কল লেটার বলা হয়, কো-অপারেটিভের লিখিত পরীক্ষায় পাশ করায় তাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। কিন্তু চিঠি পাওয়ারও দুদিন আগে অর্থাৎ ১০ নভেম্বর সেই মৌখিক পরীক্ষা হয়ে গেছে।

তবে, এত দেরিতে তার কাছে কল লেটার পৌঁছানোর দায় কার, তা বুঝে উঠতে পারছেন না ভুক্তভোগী তরুণ। বিষয়টি নিয়ে স্থানীয় হেড পোস্টমাস্টারের কাছে অভিযোগ করেন তিনি।

পোস্টমাস্টার জানান, তার এলাকার ১৩টি বিটের মধ্যে ৫টিতে কর্মী আছে। এই পাঁচটি বিটের কর্মীরাই পুরো এলাকার কাজ করছেন। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে চিঠি পাচ্ছে মানুষ।

শূন্য পদে কর্মী নিয়োগ কিংবা আউট সাইডার নিয়োগের অনুমতি না দিলে এই ঘটনা আরও ঘটবে বলে রতন কৃষ্ণবাবু জানিয়ে দিয়েছেন।

আর ভুক্তভোগী তরুণ জানিয়েছেন, তিনি এই বিষয়ে আইনের দ্বারস্থ হবেন।

এসএইচ-২০/১৪/২০ (অনলাইন ডেস্ক)