চলন্ত ট্রামে ছোটদের জন্য বইয়ের সমাহার

চলন্ত ট্রামে ছোটদের জন্য বই পড়ার দারুণ সুযোগ করে দেওয়া হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে।

তবে ছোটদের পড়ার উপযোগী বইয়ের সমাহার নিয়ে চলা ট্রামটির যাতায়াত সীমাবদ্ধ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ গড়িয়াহাট থেকে শ্যামবাজার পর্যন্তই ট্রামটির চলাচল।

শনিবার ভারতে শিশু দিবস। আর এ উপলক্ষেই এই পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহণ নিগম। ১৮ বছরের কম বয়সি পড়ুয়াদের জন্য ভাড়া মওকুফ। তবে তাদের অভিভাবকদের ভাড়া দিতে হচ্ছে। রাজ্য পরিবহণ নিগম এর আগেও ট্রামে গ্রন্থাগার চালু করেছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

চলমান ট্রামের ওই গ্রন্থাগারে রাখা হয়েছে দেশ-বিদেশের শিশু সাহিত্যের বড়সড় সম্ভার। ট্রামটিকে সাজানো হয়েছে নানা ছবি দিয়ে। ভবিষ্যতে ওই ট্রামে শিশুদের গল্প ও কবিতা পাঠের আসরও বসানো হবে বলে জানানো হয়েছে।

নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কাপূর জানিয়েছেন, ‘শিশুদের সঙ্গে বইয়ের পরিচিতি ঘটানোর জন্য ট্রাম সফরের চেয়ে ভাল আর কী হতে পারে। এই শহরের রাস্তাঘাট, পরিবহণ ব্যবস্থা— বইয়ের হাত ধরে সব কিছুর সঙ্গেই ওদের আত্মীয়তা গড়ে উঠবে।’

এসএইচ-২৬/১৪/২০ (অনলাইন ডেস্ক)