ঘর হারিয়েছে প্রচুর প্রাণী

বিশ্বের শীতল অঞ্চলে বসবাস করা প্রাণীরা এখন শরণার্থী হয়ে পড়েছে। অবস্থা এখন এমন যে, ওই প্রাণীগুলিকে অন্য জায়গায় আশ্রয় নিতে হবে। সম্প্রতি, রাশিয়ান বিজ্ঞানীরা ওয়ালরাস নামক একটি জীবের বড় ঝাঁকের খোঁজ পেয়েছে। যারা কিনা তাদের আদি বাসস্থান থেকে অনেক দূরে ছিল। এই ঝাঁকে রয়েছে প্রায় ৩০০০ ওয়ালরাস।

জেনে নেওয়া যাক, কেন এই ওয়ালরাসদের তাঁদের বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়েছিল এবং কেনি বা তাঁরা বাস্তুচ্যুতদের জীবনযাপন করতে বাধ্য হচ্ছে? রাশিয়ান বিজ্ঞানীরা দেখেছেন, ইয়ামাল উপদ্বীপের প্রত্যন্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে ৩০০০ ওয়ালরাস একসঙ্গে উপস্থিত রয়েছে।

রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার সোকোলভ জানিয়েছেন, এটি একটি দুর্দান্ত দৃশ্য।সাধারণত এই প্রাণীগুলি প্রজনন বা সামাজিক জোটের জন্য সাগরে থাকা বরফের টুকরোগুলিতে যেত। কিন্তু এবার তাঁরা উপকূলে চলে এসেছে। এর কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, সাগরে বরফের এত বড় টুকরো এখন নেই যেখানে তারা তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনযাপন করতে পারে।

ওয়ালরাস-এর এই ঝাঁকে পুরুষ, মহিলার পাশাপাশি সমস্ত বয়সের ছানাও রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে এই প্রাণীগুলিকে প্রায় বিপন্নদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে সারা পৃথিবীতে এরা রয়েছে মাত্র ১২,৫০০ টি।

বর্তমানে আন্তর্জাতিকভাবে এই প্রাণীর শিকার নিষিদ্ধ করা হলেও গোপনে এর শিকার করা হয়। এদের দাঁত ও চামড়ার অবৈধভাবে ব্যবসা হয়। বিজ্ঞানী আন্দ্রে বল্টনভ জানিয়েছেন, আটলান্টিকে ওয়ালারসের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে তাদের থাকার জায়গা কমে যাচ্ছে।

অবশ্য শেষ পর্যন্ত ওয়ালরাস কেন ইয়ামাল উপদ্বীপের এই উপকূলকে পছন্দ করেছে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। এই প্রাণীগুলি কেন এখানে তাদের নিজস্ব কলোনী তৈরি করেছে তা অবশ্য জানা যায়নি।

এসএইচ-১৭/১৬/২০ (অনলাইন ডেস্ক)