মালিককে বাঁচাতে হাঙ্গরকে তাড়া করল কুকুর!

পোষা কুকুর কখনো মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না- এমন ধারনা বহুল প্রচলিত। এমনকি অনেক ঘটনা আছে নিজের জীবন দিয়ে হলেও মালিককে রক্ষা করেছে কুকুর।

ঠিক এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের একটি দ্বীপে।

সেখানে মালিককে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে হাঙ্গর তাড়া করল টিলি নামের কুকুর।

তার তাড়া খেয়ে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হয় হাঙ্গরটি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, কুকুরটি এক দম্পতির, যারা ওই রিসোর্টে কাজ করেন। ওই দম্পতি জানিয়েছেন, প্রায়শই হাঙ্গর দেখলে তাড়া করে টিলি।

এসএইচ-০৬/১৭/২০ (অনলাইন ডেস্ক)