বিক্রি বাড়াতে সংবাদ সম্মেলনেই কাঁচা মাছ খেলেন শ্রীলঙ্কার সাবেক মৎসমন্ত্রী। মঙ্গলবার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটেছে।
গত মাসে কলম্বোর কাছেই অবস্থিত কেন্দ্রীয় মৎস বাজারে করোনাভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়। ওই বাজার থেকে কয়েক হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এরপরই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। করোনা আতঙ্কে বাসিন্দারা মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন।
মন্ত্রী দিলিপ ওয়েদারাচ্চি বলেন, ‘মৎস শিল্পে থাকা আমাদের লোকজন তাদের মাছ বিক্রি করতে পারছে না। এ দেশের মানুষ মাছ খাচ্ছে না।
মন্ত্রী এসময় তার সঙ্গে করে নিয়ে আসা এক মাঝারি আকারের মাছের কিছু অংশ কাঁচা খেয়ে ফেলেন।
তিনি বলেন, ‘আমি আপনাদের দেখানোর জন্য এই মাছটি নিয়ে এসেছি। আমি এদেশের মানুষকে এ ধরনের মাছ খাওয়ার আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। আপনারা করোনায় সংক্রমিত হবেন না।’
এসএইচ-২৪/১৮/২০ (অনলাইন ডেস্ক)