করোনাভাইরাসের টিকা আবিস্কার নিয়ে চলছে নিরন্তর গবেষণা। কয়েকটি টিকা পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কভিড-১৯ প্রতিরোধে টিকার পাশাপাশি বিকল্প উপায় নিয়েও কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।
এ ক্ষেত্রে সাফল্যের খবর দিয়েছেন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন, মুখের লালায় থাকা করোনাভাইরাসকে ৩০ সেকেন্ডের মধ্যেই ধ্বংস করতে পারে মাউথওয়াশ। খবর আল জাজিরার।
গবেষণায় দেখা গেছে, দশমিক ৭ শতাংশ সিটিপাইরিডিনিয়াম ক্লোরাইডযুক্ত (সিপিসি) মাউথওয়াশ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। গবেষকরা বলেন, ভাইরাসের সংক্রমণ কমানোর ক্ষেত্রে এই মাউথওয়াশ ‘আশাব্যঞ্জক ইঙ্গিত’ দিয়েছে। তবে এটি তাদের প্রাথমিক প্রতিবেদন।
কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসের রোগীদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আগে বিজ্ঞানীরা আরও দেখতে চান, এই মাউথওয়াশ রোগীর লালায় থাকা করোনাভাইরাস কী মাত্রায় ধ্বংস করতে পারে। তারা আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে তাদের গবেষণা প্রতিবেদন পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেডিভ থমাস বলেন, করোনা ধ্বংসে মাউথওয়াশ ব্যবহারে গবেষণাগারে যে সফলতা পাওয়া গেছে, তা রোগীদের ক্ষেত্রেও পাওয়া সম্ভব কিনা, তা দেখা হচ্ছে।
এসএইচ-১৮/১৯/২০ (অনলাইন ডেস্ক)