৫০ ফুট গভীর কুয়া থেকে উঠিয়ে আনা হলো জীবিত হাতি

৫০ ফুট গভীর একটি কুয়ায় পড়ে গিয়েছিল একটি হাতি। এই হাতিকে অবশেষে উঠিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এ জন্য উদ্ধারকর্মীদের লেগেছে ১৬ ঘণ্টা।

আজ শুক্রবার ভারতের তামিলনাড়ু রাজ্যের ধর্মপুরী জেলার পাঞ্চাপাল্লি গ্রামের এক কুয়া থেকে হাতিটিকে উঠিয়ে আনা হয়। হাতিটি বৃহস্পতিবার শস্যক্ষেতের ওই কুয়ায় পড়ে যায়।

কুয়াটির মালিক ভেঙ্কাটাচালাম নামে এক স্থানীয় কৃষক। সেখানকার ফায়ার সার্ভিস জানায়, ওই কৃষক ক্রমাগত হাতির ডাক শুনে সেটিকে খুঁজতে বের হন। একপর্যায়ে কুয়ার ভেতর তাকিয়ে দেখতে পান ওই হাতিকে।

এরপর তিনি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় বন বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে যান। উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ও অ্যাক্টিভিস্টরাও।

এরপর ক্রেনের সাহায্যে হাতিটিকে টেনে তোলা হয়, এতে সময় লাগে ১৬ ঘণ্টা।  হাতিটিকে উদ্ধারের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এসএইচ-০৬/২১/২০ (অনলাইন ডেস্ক)