শ্বাসনালীতে দু টুকরা বাদাম

একটি চীনাবাদামের জন্য প্রাণ হারাতে বসেছিল তিনমাসের এক শিশু। বাঁচার জন্য আড়াইশো কিলো পথ পাড়ি দিয়ে অবশেষে শ্বাসনালী থেকে বাদামটি বের করতে সক্ষম হন চিকিৎসকরা।

ভারতের মুর্শিদাবাদের এসএসকেএমের ‘ইনস্টিটিউট অব ওটোরাইনোল্যারিঙ্গোলজি’র চিকিৎসকদের চেষ্টায় অস্ত্রোপচারের পর শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। আরো কয়েকদিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে।

২৫ মিনিটের ওই অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন প্রফেসর-চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। চিকিৎসক দলে ছিলেন সায়ন হাজরা ও দেবাশিস ঘোষ।

অরুণাভ বলেন, গলা দিয়ে টিউবের মাধ্যমে ব্রঙ্কোস্কোপ যন্ত্র ঢুকিয়ে ফরসেপের সাহায্যে ডান ও বাঁ দিকের ব্রঙ্কাস থেকে দুই টুকরা হয়ে যাওয়া বাদামটি বের করা হয়েছে। দু’টি ব্রঙ্কাসেই বাধা তৈরি হওয়ায় শিশুর শরীরের অক্সিজেনের মাত্রা হু হু করে নামছিল। সেটি মারাত্মক ঝুঁকির।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালের জরুরি বিভাগে যখন আশিক সরদারকে নিয়ে আসা হয়, ততক্ষণে নীল হয়ে গিয়েছিল শিশুটির ছোট্ট শরীর। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

এক্স-রে করে চীনাবাদামের অবস্থান বুঝে নিতে যেটুকু সময় লেগেছিল, তারপর আর অপেক্ষা করেননি তারা। ব্রঙ্কোস্কোপি করে ফরসেপের সাহায্যে শিশুর শ্বাসনালির ডান ও বাম ব্রঙ্কাস থেকে বের করে আনা হয় বাদাম।

এসএইচ-১৭/২৬/২০ (অনলাইন ডেস্ক)