যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানিকে কেন্দ্র করে তাইওয়ানের বিরোধীদলের সদস্যরা পার্লামেন্টে শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে ফেলেছেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
বিরোধীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেওয়া হয়েছে তাতে র্যাক্টোপামিন রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাইওয়ানের সাবেক সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এই উপাদানযুক্ত মাংস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।
অবশ্য বর্তমান ক্ষমতাসীন দল অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই ইস্যুতে পার্লামেন্টে যুক্তিপূর্ণ বিতর্কের আহ্বান জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দিচ্ছিলেন। এ সময় প্রধান বিরোধীদল কুওমিনতাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন। বেশ কয়েকজন সদস্য তাইওয়ান স্টেটবিল্ডিং পার্টির নেতাকে চেন ওপা-উইকে ঘুষিও মারেন।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি জঘন্য প্রতিবাদ।
এসএইচ-০৯/২৮/২০ (অনলাইন ডেস্ক)