টানা এক বছর ধরে জ্যাক গ্রের বাড়িতে বেড়ে উঠেছে একটি মাকড়শা। বৃহদাকার এই মাকড়শার ছবিটি অস্ট্রেলিয়ান স্পাইডার আইডেন্টিফিকেশন পেজ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি।
ছবিতে দেখা গেছে, আট পা-ওয়ালা ধূসর বর্ণের একটি বৃহৎ আকৃতির মাকড়শা।
দেখে মনে হচ্ছে যেন এই আক্রমণ করতে আসবে মাকড়শাটি।
আর এই বৃহদাকার মাকড়শার ছবিটি সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। অতি উৎসাহী অনেকেই কমেন্টের মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
কেউ কেউ আবার মাকড়শা সম্পর্কে নিজেদের নিজস্ব মতামত এবং উৎসাহ প্রকাশ করেছেন।
এসএইচ-১৯/০১/২০ (অনলাইন ডেস্ক)