সাড়ে ১২ হাজারেরও বেশি হীরা দিয়ে বানানো হলো আংটি!

১২ হাজার ৬৩৮ টি ছোট্ট হীরা দিয়ে একটি আংটি তৈরি করেছেন ভারতীয় এক যুবক। ২৫ বছরের ঐ যুবকের বাস ভারতের গুজরাটের সুরাটে।

আংটিটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। হরিশ বনসল নামে ওই কারিগর বছর দুয়েক আগে গুজরাতের সুরাটে গয়না শিল্প নিয়ে পড়াশোনা করেন। সেইসময় ওই আংটি গড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি।

আংটির নাম রাখা হয়েছে ‘‌মেরিগোল্ড- দ্য রিং অফ প্রসপারিটি’‌। মেরিগোল্ড, অর্থাৎ গাঁদা ফুলের মতো দেখতে আংটি-টি সমৃদ্ধির আংটি, এমনটাই ভাবনা রয়েছে এই আংটি তৈরির পেছনে। আংটির ওজন ১৬৫ গ্রাম।

গাঁদা ফুলের মতো দেখতে আংটিরও আছে আটটি স্তর এবং প্রতিটি স্তরে একটি করে পাপড়ি।

হরিশ বললেন, ‘‌আমার লক্ষ্য সবসময় ছিল ১০,০০০-এর বেশি হিরে। আমি অনেক ডিজাইন এবং ভাবনার চেষ্টায় অবশেষে এটা গড়েছি।’‌

এসএইচ-১৮/০৫/২০ (অনলাইন ডেস্ক)