বার্ধক্যেও তরুণ তিনি!

বৃদ্ধ হলেই থমকে যায় অনেক মানুষের জীবন। কিন্তু পাকিস্তানের ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ এই বার্ধক্যকেই করেছেন জয়। অবসরের পর ছেলের ওপর নির্ভরশীল না হয়ে বরং বাড়ি বাড়ি গিয়ে খাবার সরবরাহ করে নিজেকে স্বাবলম্বী রেখেছেন তিনি।

ফাইয়াজ আক্তার ফাইজি। কাজ করতেন পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বিভাগে। সম্প্রতি অবসরের যান তিনি। কিন্তু অবসরের পরও নিজেকে রেখেছেন স্বাবলম্বী। এই বয়সেও ছেলের ওপর নির্ভরশীল না হয়ে বরং তিনি বাড়ি বাড়ি গিয়ে শুরু করেন খাবার সরবরাহ।

জনপ্রিয় ব্যান্ড ফুড পান্ডার খাবার সরবরাহ করে আলোচনায় এসেছেন তিনি। বৃদ্ধ বয়সেও নিজেকে স্বাবলম্বী রাখার এমন উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন মানুষ।

তবে দুঃখের বিষয় হচ্ছে, বাইক দিয়ে খাবার সরবরাহ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

চিকিৎসক জানান, পায়ে ব্যথার পাওয়ার কারণে আপাতত তিনি আর বাইক চালাতে পারবেন না। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন অনেক তরূণ।

এসএইচ-১৫/১২/২১ (অনলাইন ডেস্ক)