৩৭ বছর আগের বোতলবার্তা

জাপানের টোকিওর পূর্বে চিবায় কোশি হাইস্কুলের ন্যাচারাল সায়েন্স ক্লাবের সদস্যরা ১৯৮৪ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৭৫০টি বোতল সমুদ্রে ছাড়েন। তাদের লক্ষ্য ছিল সমুদ্রের স্রোত নিয়ে অনুসন্ধান চালানো।

তারা বোতলের মধ্যে ইংরেজি, জাপানি ও পর্তুগিজ ভাষায় কিছু বার্তা লিখে দিয়েছিলেন। তাদের সেই বোতলবার্তা ছয় হাজার কিলোমিটার দূরে হাওয়াইতে খুঁজে পাওয়া গেছে।

সেখানে লেখা ছিল, কেউ যদি এই বোতল পান, তিনি যেন বার্তা প্রেরকের সঙ্গে যোগাযোগ করেন। এসব বোতল ফিলিপাইন, কানাডা ও আলাস্কার দিকে ভেসে যায়। এর আগে ২০০২ সালে ৫০তম বোতলটির সন্ধান পাওয়া যায় জাপানের দক্ষিণাঞ্চলে।

গত জুন মাসে হাওয়াই অঞ্চলে ৯ বছর বয়সী এক শিশু ৫১তম বোতলটি খুঁজে পায়। জাপানের স্কুলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্কুলের ভাইস প্রিন্সিপাল জুন হায়াসি বলেন, আমি আশ্চর্য হয়েছি। ১৯ বছর আগে সবশেষ বোতলটি পাওয়া যায়। তাই ভেবেছিলাম বোতলগুলো হারিয়ে গেছে। আর কোনো বোতল পাওয়া যাবে, তা ভাবিনি। সব কটি ডুবে গেছে ভেবেছিলাম। ৫১তম বোতলটি খুঁজে পাওয়া সত্যিই রোমাঞ্চকর।

কেউ হয়তো ৫২তম বোতলটিও খুঁজে পাবেন। ৫১তম বোতলটি যে শিশু খুঁজে পেয়েছে, তার নাম অ্যাবি গ্রাহাম। জাপানের স্কুলের দুজন শিক্ষার্থী তাকে একটি চিঠি ও ছোট পতাকা পাঠানোর পরিকল্পনা করছে।

এসএইচ-০১/২২/২১ (অনলাইন ডেস্ক)