অনুমতি না নিয়ে স্ত্রীকে টিকা, নার্সকে ঘুষি মারলেন স্বামী

মহামারি করোনার টিকা দিতে যেখানে দেশে অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন। সেখানে অনুমতি না নিয়ে টিকা দেওয়ায় এক নার্সকে ঘুষি মারার ঘটনা ঘটেছে।

গত সোমবার কানাডার একটি অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

সেখানে করোনার (কোভিড-১৯) টিকা দিতেও স্বামীর অনুমতি লাগবে, এমনটা হয়তো অনেকে ভাবতে পারছেন না। কিন্তু এরকম একটি কাণ্ড ঘটেছে গত সোমবার। কানাডার এক নাগরিক তার অনুমতি ছাড়া স্ত্রীকে টিকা দেওয়ার কারণে নার্সকেই ঘুষি মেরেছেন।

জানা গেছে, টিকা নিতে আসা ওই নারীর স্বামী ফার্মেসিতে ঢুকেই প্রশ্ন করেন নার্সকে, কেন বিনা অনুমতিতে তার স্ত্রীকে টিকা দেওয়া হয়েছে। ওই নার্স কিছু বলার আগেই তাকে এলোপাতাড়ি ঘুষি মারেন ওই ব্যক্তি। এতে মাটিতে পড়ে যান তিনি। পরে তারা সেখান থেকে সটকে পড়েন।

ফার্মেসি কর্তৃপক্ষ বলছে, প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার জন্য কানাডায় অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার হয় না। এমনকি যাকে ওই নার্স করোনার টিকা দিয়েছিলেন, তিনি যে টিকা নিতে চাননি, এমনটাও জানা যায়নি। কর্তৃপক্ষের দাবি, টিকা না নিতে চাইলে তিনি কেন হাসপাতালে গিয়েছিলেন।

কানাডার পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর থেকে নিখোঁজ ওই ব্যক্তি। তার সন্ধান চলছে।

এসএইচ-০৭/২৫/২১ (অনলাইন ডেস্ক)