আলমারিতে মিলল বিপুল পরিমাণ টাকা!

ভারতের হায়দরাবাদের একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপি জব্দ করেছে আয়কর বিভাগ।

প্রতিষ্ঠানটির আলমারি থেকে জব্দকৃত টাকার পরিমাণ ভারতীয় ১৪২ কোটি ৮৭ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৩ কোটি টাকা।

সম্প্রতি টাকা ভর্তি আলমারির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, আলমারি ভর্তি রুপি। ৫০০ রুপি নোটের বান্ডিল থরে থরে সাজানো রয়েছে। আলমারির দরজা দুটি খোলা। আর বান্ডিল করা রুপি যেন উপচে পড়ছে এমন।

দেশটির আয়কর বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওই অর্থ জব্দ করা হয়েছে। খরব ছিল ওই প্রতিষ্ঠানের কাছে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৫৫০ কোটি রুপি রয়েছে। অভিযান চালিয়ে সেখান থেকে ১৪২ কোটি ৮৭ লাখ রুপি পাওয়া যায়।

ওষুধ সংস্থার কর্মীরা বিপুল পরিমাণ অর্থের উৎস, জমিয়ে রাখার কোনো ব্যাখ্যা দিতে পারেনি বলেও গণমাধ্যমকে জানায় আয়কর বিভাগ। তবে তারা ওই প্রতিষ্ঠানের নাম পরিচয় তদন্তের স্বার্থে গোপন রেখেছেন।

আরও জানা গেছে, হায়দরাবাদের ওই কোম্পানি ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করে থাকে। যা যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।

এসএইচ-২১/১৩/২১ (অনলাইন ডেস্ক)