এমপি হলেন করোনায় মৃত নারী!

করোনায় আক্রান্ত হয়ে দেড় মাস আগে মারা যান ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী। তবে গত সপ্তাহে অনুষ্ঠিত ওই নির্বাচনে বাগদাদের একটি সংসদীয় আসন থেকে ওই প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে।

মৃত ব্যক্তি কীভাবে এমপি নির্বাচিত হলেন- সেই প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা।

নির্বাচিত ওই এমপির নাম আনসাম ম্যানুয়েল ইস্কান্দার। ২ হাজার ৩৯৭টি ভোট পেয়ে দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য বরাদ্দ পাঁচটি আসনের মধ্যে একটিতে জয়ী ঘোষণা করা হয়েছে তাকে। যদিও গত ২৪ আগস্ট মারা যান ওই নারী।

মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইস্কান্দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ইস্কান্দার ভোটারদের মন জয় করতে পেরেছিলেন।

তার অবস্থান ছিল মানবতা ও তারুণ্যের পক্ষে। তাই তিনি তার কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

ফেসবুকে এক পোস্টে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে বলা হয়, ইস্কান্দারকে ‘অমর’ করে রাখতেই নির্বাচনে রাখা হয়েছে। তারা যদি তাকে ভোটে না রাখত, তবে তাদের ভোটগুলো বৃথা যেত।

এসএইচ-১৯/১৫/২১ (অনলাইন ডেস্ক)