স্ত্রীর জন্মদিন ভোলা দণ্ডনীয় অপরাধ, হতে পারে জেলও!

ব্যস্ততায় ডুবে যেয়ে স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন? তবে সাবধান! আপনি যদি এই দেশটির বাসিন্দা হন, তাহলে এমন ভুলের মাশুল হিসেবে জেলও খাটতে হতে পারে আপনার। কী অবাক হচ্ছেন? ভাবছেন কোন দেশে রয়েছে এমন আইন? তবে চলুনে জেনে জেনে নেওয়া যাক।

ওশিয়ানিয়ার দ্বীপরাষ্ট্র সমোয়া। সেখানে রয়েছে এমন অদ্ভুত আইন। তবে, এ নিয়ে সমোয়াবাসীর মধ্যে কোনও ক্ষোভ নেই। বরং তারা মনে করেন, আইন এবং রীতিনীতি নির্ধারিত হয় সমাজকে সুন্দরভাবে চালিত করার জন্য।

আর তাই স্ত্রীর জন্মদিন ভুলে গেলে, তাকে শুভেচ্ছা না জানালে বা গিফট না দিলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় দেশটিতে।

জানা গেছে, স্বামী যদি স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাহলে স্ত্রী তার নামে থানায় অভিযোগ জানাতে পারবেন। আইনি প্রক্রিয়া মেনে পুলিশ অভিযুক্তকে থানায় তলব করবে।

পুলিশের প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারলে অথবা প্রথম অভিযোগ হলে পুলিশ সতর্ক করে ছেড়ে দিবে। কিন্তু একই অভিযোগ একাধিকবার এলেই বিপদ, খাটতে হতে পারে জেলও!

তো, তাহলে কী ভাবছেন? আপনার স্ত্রীর জন্মদিনে একটা ছুটি নিয়ে টুক করে ঘুরে আসবেন নাকি সমোয়া দ্বীপে?

এসএইচ-২১/২৩/২১ (অনলাইন ডেস্ক)