যৌতুক চাওয়ায় জামাইকে বাড়িতে ডেকে বেধড়ক পিটুনি

যৌতুক একটি সামাজিক ব্যাধি। ধর্মীয় এবং আইনগতভাবে এটি অবৈধ প্রথা হলেও সমাজে নানাভাবে তা প্রচলিত। এই কুপ্রথার শিকার হয়ে প্রায়ই নির্যাতনের শিকার হন নারীরা। এমনকি ঘৃণ্য এই প্রথার বলি হয়ে অনেক নারীকে প্রাণও হারাতে হয়।

তবে এবার যৌতুক চাওয়ায় জামাইকে উচিত শিক্ষা দিলেন শ্বশুর। বাড়িতে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে।

জানা গেছে, যৌতুকের দাবিতে মেয়ের ওপর প্রায়ই অত্যাচার করত জামাই। সে কারণেই জামাইকে উত্তম-মাধ্যম দেওয়ার সিদ্ধান্ত নেন শ্বশুর। সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে ডেনে আনা হয়।

এরপর হাত-পা বেঁধে বেধড়ক পিটুনি দেয় শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশ গিয়ে পিটুনির শিকার ওই যুবককে উদ্ধার করে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দেগঙ্গা এলাকায়।

এসএইচ-০৫/১৫/২২ (অনলাইন ডেস্ক)