পাখিদের ‘ক্যাফে’

থাইল্যান্ডের ব্যাংককে ব্যতিক্রমধর্মী পাখিদের ক্যাফে তৈরি করেছে থানকৃত সুন্টোর্নকল্লাপাকিত। ক্যাফে আর পাখি সবার কাছেই বেশ পরিচিত। কিন্তু কখনো এই দুটিকে একসঙ্গে দেখেছেন? অর্থাৎ পাখির ক্যাফে কিংবা ক্যাফের মধ্যে পাখি?

থাইল্যান্ডের ব্যাংককে এমনই ব্যতিক্রমধর্মী ক্যাফে তৈরি করেছে থানকৃত সুন্টোর্নকল্লাপাকিত এবং তার পার্টনার। তারা ক্যাফেটির নাম দিয়েছে ‘হ্যাপি বার্ডস ডে’। মূলত ক্যাফেতে আসা গ্রাহকদের সঙ্গে পাখির সখ্যতা গড়ে তুলতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা।

ক্যাফেটিতে রয়েছে রং বেরঙের প্রায় ১১০টি পাখি। এখানে প্রধানত রঙিন সন্ন্যাসী প্যারাকিট, কনুর, কিছু নাইটিঙ্গেল পাখি এবং দুটি সালফার-ক্রেস্টেড ককাটু রয়েছে। এছাড়া গ্রাহকদের সঙ্গে পরিচিত করানোর জন্য রয়েছে ছয়টি হাঁস ও আটটি মুরগি।

এই ক্যাফেটি বানানোর আগে এর পরিকল্পনা করতে আর জায়গা প্রস্তুত করতে সময় লেগেছিল প্রায় তিন বছর। ক্যাফেতে আসা গ্রাহকদের প্রবেশমূল্য হিসাবে ১০ ডলারের এর সামান্য বেশি দিতে হয়।

ক্যাফেতে ঢুকেই গ্রাহকরা পাখির বৈচিত্র্যতায় মুগ্ধ হয়ে যায়। আর এখানে তারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারে।

এসএইচ-২৫/১৫/২২ (অনলাইন ডেস্ক)