মাটিতে মহাকাশের রহস্যময় ধাতব গোলক!

ভারতের গুজরাতের আনন্দ জেলার তিনটি জায়গায় মহাকাশ থেকে ধাতব গোলক হঠাৎই মাটিতে এসে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার  আনন্দ জেলার ভালেজ, খাম্ভোলজ এবং রামপুরায় এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে।

গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে গুজরাতের ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি’-র বিশেষজ্ঞরা বিষয়টি তদন্ত করতে শুরু করে।

মহাকাশ থেকে আসা এসব ধাতব গোলকের আনুমানিক ওজন প্রায় ৫ কেজি। বিশেষজ্ঞরা বলছেন, এসব ধাতব গোলক যে গ্রামগুলোতে পড়েছে সেই গ্রামগুলোর একটি থেকে ওপরটির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

তিনটি ধাতব গোলকের দুইটি ফাঁকা জায়গায় পড়লেও একটি পড়েছে বাড়ির মধ্যে। তবে পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কেউ আহত হননি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলো কোনও কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের দাবি, সঠিক তদন্ত না করে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না।

এসএইচ-২৪/১৩/২২ (অনলাইন ডেস্ক)