৩০ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার অভিনেতা ওম প্রকাশ

হত্যা মামলার আসামি হয়েও নাম পাল্টে হয়ে গিয়েছিলেন চলচ্চিত্র অভিনেতা। লোকচক্ষুর আড়ালে থেকেই অভিনয় করেছেন ২৮টি ছবিতে। যদিও, শেষ রক্ষা হয়নি। প্রায় ৩০ বছর পালিয়ে থাকার পর অবশেষে উত্তর প্রদেশে গ্রেফতার হয়েছেন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ৬৫ বছর বয়সী ওম প্রকাশ ওরফে পাশা।

দীর্ঘ এই সময়ে বদলে গেছে তার জীবনের অনেক কিছু। আসামি থেকে নিয়মিত অভিনেতা বনে যান সাবেক এই সেনা কর্মকর্তা। অভিনয় করেছেন পুলিশের চরিত্রেও।

সম্প্রতি উত্তর প্রদেশের গজিয়াবাদ শহরের বস্তি থেকে ওম প্রকাশকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ভারতের হরিয়ানা রাজ্যের এই বাসিন্দা এতদিন উত্তর প্রদেশেই লুকিয়ে ছিলেন।

পুলিশ জানায়, হরিয়ানা থেকে উত্তর প্রদেশে চলে আসার পর সেখানেই স্থায়ী হন ওম প্রকাশ। পরে, স্থানীয় এক মেয়েকে বিয়ে করে ২৫ বছর ধরে উত্তর প্রদেশে সংসার করে আসছেন তিন সন্তানের জনক এই আসামি।

১৯৯২ সালে বাইকে থাকা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওম প্রকাশ ও তার সহযোগীরা। এমনকি, ওই ব্যক্তির বাইকটিও তারা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। সেসময়, তার সহযোগীরা গ্রেফতার হলেও পালিয়ে নিরুদ্দেশ হন ওম প্রকাশ।

এসএইচ-১৫/০৫/২২ (অনলাইন ডেস্ক)