পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের ড্রিমলাইনার

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। রোববার সকাল ৯টার দিকে ওসমানী বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনার উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ৮৫ জন যাত্রী নিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন বলে জানিয়েছেন তিনি।

নজরুল ইসলাম আরও জানান, ঢাকা থেকে আসার পর ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু, এ কারণে ওই রুটের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়। ঢাকা থেকে বিজি ২০৭ যোগে বিমানের কয়েকজন প্রকৌশলী সিলেট এসেছেন। তারা ড্রিমলাইনারটি মেরামত করছেন।

এদিকে, সিলেট থেকে লন্ডনের উদ্দেশে আরেকটি ফ্লাইট (বিজি-২০৭) দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে গেছে। ওই ফ্লাইটের যাত্রীসংখ্যা ২২২। ওই ফ্লাইটটিও নির্ধারিত সময়ের ৩৫ মিনিট পর ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান সূত্র।

এর আগে গত ৭ মার্চ সিলেট বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ধাক্কা দিলে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।

এসএইচ-১২/১৪/২২ (অনলাইন ডেস্ক)