ফোন তুলে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম’

ফোন তুলে ‘হ্যালো’ নয়, বলতে হবে ‘বন্দে মাতরম’–ভারতের মহারাষ্ট্রের সরকারি কর্মীদের এ নির্দেশ দিয়েছেন সে রাজ্যের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার।

সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে মুঙ্গান্তিওয়ার বলেন, “আমরা দেশের ৭৬তম স্বাধীনতা দিবসের দিকে যাচ্ছি। আমরা উদ্‌যাপন করছি অমৃত মহোৎসব। আমি চাইছি, অফিসাররা ফোন তুলে ‘হ্যালো’ না বলে, বলুন ‘বন্দে মাতরম’।”

তিনি জানিয়েছেন, এ বিষয়ে মহারাষ্ট্র সরকার এবার সরকারি নির্দেশের পথে হাঁটবে।

তিনি বলেন, “পরের বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত আমি চাই সমস্ত সরকারি কর্মী যেন হ্যালো না বলে ফোন তুলে ‘বন্দে মাতরম’ বলেন।”

উল্লেখ্য, একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্রে নয়া সরকার আসার পর মুঙ্গান্তিওয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সদ্য মন্ত্রিসভা গঠন করেছেন একনাথ শিণ্ডে। আর সেই মন্ত্রিসভার হাত ধরেই এ মন্ত্রণালয় পেয়েছেন মুঙ্গান্তি।

শিণ্ডের মন্ত্রিসভায় ১৮ জন মন্ত্রী জায়গা পেয়েছেন। এরপর পাঁচ দিন পরই মন্ত্রীদের মন্ত্রণালয় বণ্টন করে দেন একনাথ শিণ্ডে। জানা গেছে, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এ ছাড়াও আইন বিভাগ রয়েছে ফড়নবীশের দায়িত্বে।

জলসম্পদ, গৃহ নির্মাণ শক্তিবিষয়ক মন্ত্রণালয়ও ফড়নবীশের দায়িত্বে রয়েছে। বিজেপি নেতা রামকৃষ্ণ বিকে পাটিল পেয়েছেন রেভিনিউ ডিপার্টমেন্ট। শিণ্ডে নিজে ধরে রেখেছেন নগরোন্নয়ন মন্ত্রণালয়।

এসএইচ-১১/১৫/২২ (অনলাইন ডেস্ক)