মানসিক হাসপাতালে চোখাচোখি, অতঃপর…

মানসিক হাসপাতালে দুজনের প্রথম দেখা। সেখানেই একে অপরকে পছন্দ শুরু করেন। কয়েক মাস পর তারা প্রেমে পড়ে যান। শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে।

ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে।

দুই নবদম্পতির নাম মাহেন্দ্র-দীপা। ২০২০ সালে চেন্নাইয়ের ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে (আইএমএইচ) তাদের প্রথম দেখা হয়। এই সুখী দম্পতি অক্টোবরে বিয়ে করেন। ২২৮ বছরের পুরোনো ওই মানসিক হাসপাতালের ভেতরেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

ইনস্টিটিউটের ভেতরে একটি মন্দিরে অনুষ্ঠিত বিয়েতে তামিলনাড়ু রাজ্যের মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন।

আইএমএইচের পরিচালক ডা. পূর্ণা চন্দ্রিকা বলেন, এটা ছিল তাদের জন্য একটি ‘পারিবারিক বিবাহ’।

তিনি বলেন, ‘বিয়ের সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে। তাদের এ সিদ্ধান্তে আমরা খুবই খুশি।’

এসএইচ-১৫/১৩/২২ (অনলাইন ডেস্ক)