ময়ূরের গলা চেপে ধরায় যুবক গ্রেপ্তার

ময়ূরের গলা চেপে ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বন বিভাগ।

যুবকের নাম শিবু বর্মণ। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের দায়ে তাকে দমনপুর থেকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অতিরিক্ত ফিল্ড ডিরেক্টর পল্লব মুখোপাধ্যায় বলেন, ‘সোশ্যাল মিডিয়াযর মাধ্যমে বিষয়টি জানতে পারি। বনদপ্তরের আইনে সিডিউল ওয়ানে আছে ময়ূর। ময়ূরকে বিরক্ত করা, উত্ত্যক্ত করা কিংবা ধরা বন্যপ্রাণ আইনে বড় অপরাধ। এ ঘটনা বন্যপ্রাণী শিকারের সামিল।’

পল্লব আরও বলেন, ‘ওয়াইল্ড লাইফ অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ওই ময়ূরের হদিস পাইনি। কী উদ্দেশ্যে আইন অমান্য করে তিনি ছবি পোস্ট করা হয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।’

অভিযুক্ত শিবুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালত।

ময়ূর হত্যা করেনি দাবি করে গ্রেপ্তার শিবুর স্ত্রীর জানান, রাস্তার ধারে একটা ময়ূর পড়ে থাকতে দেখে সেটিকে তুলে সরিয়ে দেন শিবু। সে সময় ময়ূরটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় বনবিভাগ তার স্বামীকে গ্রেপ্তার করেছে।

এসএইচ-০৫/১৯/২২ (অনলাইন ডেস্ক)