ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। বয়স তার ৫৩ বছর। এই বয়সে এসে দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি। ফুটফুটে এক শিশু পুত্রের জন্ম দিয়েছেন এই তারকা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ সুখবর দেন।
নবজাতক সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করে এ মডেল লেখেন, ‘আমার ছোট্ট প্রিয়তম, তুমি আমাদের জীবনে ভালোবাসা বয়ে নিয়ে এসেছ। তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি সত্যিকারের উপহার।’
সঙ্গে হাতজোড় করার একটা ইমোজি দিয়ে লিখেছেন ‘ধন্য! স্বাগত আমার রাজপুত্র।’ ফের একটা হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। সব শেষে লিখেছেন ‘মা হওয়ার কোনও বয়স হয় না।’
এর আগে ২০২১ সালে প্রথমবার মা হয়েছিলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
এদিকে নাওমির দ্বিতীয়বার মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুসারীরা।
ক্যাম্পবেল ভোগের কভারে উপস্থিত হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ মডেল। মেয়ের সঙ্গে ওই কভারে পোজ দিয়েছিলেন তিনি। তখন এই তারকা নিশ্চিত করে বলেন, ‘সে আমার সন্তান। তাকে দত্তক নেওয়া হয়নি।’
মডেল এবং দাতব্য তহবিল সংগ্রহকারী ক্যাম্পবেল, যিনি বিশ্বব্যাপী ফ্যাশনে তার প্রভাবের জন্য গত বছর সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন।
এসএইচ-০৩/৩০/২৩ (অনলাইন ডেস্ক)