থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দেরে ট্রাভেলেটরে (চলন্ত পথ) আটকে যায় পর্যটক এক নারীর পা। এর পর পা কেটে তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার সকালে ৫৭ বছর বয়সী ওই থাই নারীর ডন মুয়াং বিমানবন্দর থেকে দক্ষিণ নাখোন সি থামমারাত প্রদেশের একটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।
ফ্লাইটে ওঠার আগে নিজের স্যুটকেসে হোঁচট খেয়ে ট্রাভেলেটরের ওপর পড়ে যান তিনি। এরপর তার একটি পা সেখানে আটকে যায়। এ সময় আতঙ্কিত পথচারীরা মেশিনটি দ্রুত বন্ধ করার জন্য ছোটাছুটি করতে থাকেন।
এয়ারপোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাৎক্ষণিক একদল চিকিৎসক সেখানে উপস্থিত হয়ে ওই নারীর হাঁটুর ওপর থেকে কেটে তাকে উদ্ধার করে। তারপর তাকে নেয়া হয় রাজধানীর ভূমিবল অদুল্যদেজ হাসপাতালে।
হাসপাতালে অবস্থারত মেডিকেল টিম জানায়, তারা ওই নারীর পা আর জোড়া লাগাতে পারেননি। কিন্তু ওই নারী আশা ছড়েননি। তিনি তাকে অন্য হাসপাতালে নেয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিকে বিবানবন্দর কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
এসএইচ-০৫/৩০/২৩ (অনলাইন ডেস্ক)