শরীরকে পুঁজি করেই গরিবদের সাহায্য করতে চান মডেল তারকা

শরীর প্রদর্শন করেই কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। কিন্তু সে টাকা তিনি লাগাতে চান মানুষের কল্যাণের কাজেই। বলা ভাল, পরোপকারের উদ্দেশ্যেই যৌনতার মাধ্যমে বেশি উপার্জনের পথ বেছে নিয়েছেন এই তরুণী।

পর্ন ছবিতে অভিনয় করেন যে তারকারা, সাধারণভাবে তাঁদের দিকে একটু বাঁকা চোখেই তাকান অনেকে। অর্থ কিংবা খ্যাতি কোনোটাই অবশ্য কম নেই তাঁদের। কিন্তু তাঁদের সঙ্গে যৌনতাকে এক করেই দেখতে চান কেউ কেউ। এবার সেই ধারণাই যেন খানিক বদলে দিলেন এই মডেল। পর্ন সাইটে খোলামেলা ছবি দিয়েই প্রচুর টাকা উপার্জন করে থাকেন তিনি। মাত্র ২৮ বছর বয়সেই মাসে প্রায় এক লক্ষ পাউন্ড হাতে আসে তাঁর।

হ্যাঁ, কেবল শরীরকে হাতিয়ার করেই এই বিরাট অঙ্কের টাকা রোজগার করেন তিনি। অনুরাগীর সংখ্যাও কম নয় তাঁর। কিন্তু তিনি সাফ জানালেন, যৌনতাকে হাতিয়ার করেই তিনি উপার্জন করতে চান ঠিকই, তবে তার পিছনে রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য। আসলে এইভাবে বেশি উপার্জন করে সেই টাকা দিয়ে মানুষের উপকার করতে চান রেবেকা গুডউইন নামের এই মডেল।

ঠিক কী পরিকল্পনা রয়েছে তাঁর?

যুক্তরাজ্যের এই মডেল জানিয়েছেন, সেখানে বাড়িভাড়া এতটাই বেশি যে কম উপার্জনের লোকজনকে রীতিমতো সমস্যায় পড়তে হয়। তাঁদের কথা ভেবেই, সকলের সাধ্যের মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার একটি প্রকল্প নিয়েছেন তিনি। রেবেকা জানিয়েছেন, আটটি বাড়ি কিনে ফেলতে চান তিনি। আর তারপর কম উপার্জনকারী পরিবারের জন্য নামমাত্র ভাড়ায় সেইসব বাড়িগুলি ভাড়া দেবেন তিনি, এমনটাই ভেবেছেন ওই মডেল। আর এই বাড়িগুলি কেনার জন্য তিনি টাকা সংগ্রহ করতে চান নিজের শরীরকে কাজে লাগিয়েই।

অন্য অনেক পেশার তুলনায় যৌন ছবি থেকে বিপুল রোজগার হয় বলেই জানিয়েছেন তিনি, যার ফলে এককালীন টাকা দিয়েই বাড়ি কিনে ফেলতে পারবেন রেবেকা। তবে বাড়তি টাকা রোজগারের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং একইসঙ্গে নিজের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যেই এই পরিকল্পনা নিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন ওই মডেল।

আসলে কেরিয়ারের শুরুর দিকটা এতখানি মসৃণ ছিল না তাঁর। রেবেকা জানিয়েছেন, সেই সময় ঠিকমতো খাবারও জুটত না তাঁর এবং তাঁর সন্তানদের। সেই দিনগুলি এখনও মনে রেখেছেন বলেই তাঁর মতো আরও অনেকের পাশে দাঁড়াতে চান রেবেকা। পাশাপাশি, একজন মায়ের মতোই তাঁর সন্তানদের পাশে থাকতে চান তিনি। সব মিলিয়েই এই পরিকল্পনা নিয়েছেন ওই মডেল, আর নিজের শরীরকেই তার মূলধন করেছেন রেবেকা গুডউইন।

এসএইচ-১২/০১/২৩ (অনলাইন ডেস্ক)