মাথায় চুল নেই, পরচুলা পরে টাক মাথা ঢেকেছিলেন। সেই তথ্য গোপন করেই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে গিয়েছিলেন ৫৫ বছর বয়সী ব্যক্তি। কিন্তু বিয়ের আসরে টাক আবিষ্কার করে ফেলেন কনেপক্ষের লোকেরা। এর পরই শুরু হয় হেনস্থা আর মারধর।
ঘটনাটি ভারতের বিহারের গোয়ায়। বর গোয়ার ইকবালপুর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি বাজাউরা গ্রামে দ্বিতীয় বার বিয়ে করতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই তাকে এমন বিপত্তির মুখে পড়তে হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ঠিক আগে কনেপক্ষ জানতে পারে, বর এর আগে একটি বিয়ে করেছেন। মাথায় পরচুলা পরে গিয়েছেন দ্বিতীয় বিয়ে করতে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্চে, বিয়ে বাড়িতেই বরকে চড়-থাপ্পড় মারা হচ্ছে টেনে খুলে দেয়া হয় তার পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়।
ভিডিওতে দেখা যায়, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েক জন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। যুবক সন্ত্রস্ত হয়ে বসে আছেন। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন। কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা গিয়েছে।
তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ইন্ডিয়া টুডে।
এই ভিডিও দেখে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ যুবককে নিয়ে ঠাট্টা করছেন। কেউ আবার মাথায় চুল নেই বলে তার হেনস্থার প্রতিবাদ করছেন। তবে অনেকেই বলছেন, সত্য গোপন করে বিয়ে করতে যাওয়া তার উচিত হয়নি। তবে এ বিষয়ে পুলিশ কিংবা তার প্রথম স্ত্রী ও পরিবারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএইচ-০৩/১৩/২৩ (অনলাইন ডেস্ক)