স্বামী খুঁজে দিলে দেওয়া হবে ৪ লাখ টাকা পুরস্কার

সঙ্গী বিহীন থাকতে গিয়ে হতাশ হয়ে পড়েছেন এক নারী। তাই নিঃসঙ্গতা কাটাতে এবার তিনি স্বামীর খোঁজ করছেন। শুধু তাই নয় কেউ তার জন্য স্বামী খুঁজে দিলে তাকে ৪ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নারী।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী ইভ টিলে কুলসন লসঅ্যাঞ্জেলসে একজন করপোরেট লিটিগেশন অ্যাটর্নি। তিনি তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি বিয়ে জন্য একজন পুরুষ খুঁজছেন। টিকটকে তার ১০ লাখ ফলোয়ার রয়েছে।

ইভ টিলে বলেন, কেউ যদি আমাকে স্বামী হিসেবে কাউকে খুঁজে দিতে পারেন। তাহলে তাকে বিয়ে করব এবং যে খুঁজে দিতে পারবে তাকে ৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। তবে তাকে দীর্ঘ সময়ের জন্য বিয়ে করব না। ২০ বছর পর আমি তাকে ছেড়ে দিতে পারি।

তিনি বলেন, পাঁচ বছর ধরে আমি একা একা সময় পার করছি। ডেটিংয়ের জন্য একজন পুরুষ মানুষ প্রয়োজন। অনেক ডেটিং অ্যাপে খুঁজেছি, কিন্তু আমার ভাগ্য ভালো না, তাই কারো সঙ্গে মেলেনি।

করোনা মহামারির পর পুরুষরা ডেটিং অ্যাপস ব্যবহার করছে না। তার এক ধরনের বিরক্ত হচ্ছে।

কুলসন ২৭ থেকে ৪০ বছর বয়সী একজন পুরুষকে সঙ্গী হিসেবে খুঁজছেন। যার উচ্চতা হতে হবে ৫ থেকে ১১ ফুট। যে খেলাধুলা পছন্দ করবে, পশুপাখি ও শিশুকে ভালোবাসবে। এছাড়া দীর্ঘ সময় ধরে সম্পর্ক ধরে খারাপ আগ্রহ থাকতে হবে।

এসএইচ-১০/১৩/২৩ (অনলাইন ডেস্ক)