প্রায়শই গলায় মাছের কাঁটা, চকলেট, চুইংগাম আটকানোর খবর শোনা যায়। সম্প্রতি গলা থেকে কলম বের করার মতো ঘটনাও ঘটেছে। এবার অস্ত্রোপচারের মাধ্যমে গলা থেকে বের করা হলো গাড়ির চাবি।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। শুক্রবার সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ‘খেলার ছলে’ গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়েছিলেন। সেটি তার গলায় শক্ত হয়ে আটকে গেলে পরবর্তীতে অস্ত্রোপচার করে সেটি বের করা হয়।
লোহিত সাগরের আল-কুনফুদাহ হাসপাতালের একদল চিকিৎসক চাবিটি বের করত ১৫ মিনিটের অস্ত্রোপচার করেন। জরুরিভিত্তিতে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকার করে বলেন, মজা করে তিনি চাবিটি গেলার চেষ্টা করেন। কিন্তু সেটি গলায় আটকে গিয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
হাসপাতালে নেয়ার পর ওই ব্যক্তির গলার একটি এক্সরেতে দেখা যায়, লোহার চাবিটি তার শ্বাসনালীতে আটকে আছে।
গলায় চাবি আটকে যাওয়া ব্যক্তির আগে থেকেই হার্টের সমস্যা ছিল। ফলে হাসপাতালে আসার পর জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। চাবিটি বের করে তাকে আবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।
এসএইচ-০৫/১৫/২৩ (অনলাইন ডেস্ক)