এত সেজেগুজে কোথায় যাচ্ছ বলেই স্ত্রীকে গুলি

স্ত্রী অতিরিক্ত সাজুগুজু করায় ক্ষেপে গিয়ে গুলি চালায় স্বামী। গুলিবিদ্ধ ওই নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের মধ্যপ্রদেশে ঘটে এমন ঘটনা।

এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নীলম জাতভ নামে রাজ্যের গণেশপুরার বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল মহেন্দ্র জাতভের। ৮ বছরের দাম্পত্য জীবন তাদের।

মহেন্দ্রর নামে আগেও ফৌজদারি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে রয়েছে চুরির অভিযোগও। তিনি জেলে যাওয়ার পর নীলম নিজের মা-বাবার সঙ্গেই থাকতেন।

বছর চারেক জেল খেটে মহেন্দ্র বাইরে আসেন এক বছর আগে। এরপর থেকে শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার নীলম বাড়ি থেকে বেরচ্ছিলেন।

সেই সময় তাকে সুগন্ধী মাখতে দেখে মহেন্দ্র জানতে চান, এত সেজেগুজে তিনি কোথায় যাচ্ছেন। শুরু হয় ঝগড়া। ক্রমে পরিস্থিতি তুমুল উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত তার স্ত্রীর বুকে গুলি করে পালিয়ে যান।

এসএইচ-০৮/২২/২৩ (অনলাইন ডেস্ক)