সময় যত এগোচ্ছে, ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। একে হাতিয়ার করে নিত্যনতুন প্রতারণার ফাঁদ পাতছেন প্রতারকরা। এবার তাদের খপ্পরে পড়লেন ভারতের কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী।
গত জুনে মোবাইল ফোনে ভিডিও কলে ‘নীল ছবি’ চালিয়ে সেই মন্ত্রীর কাছে মোটা অংকের টাকা আদায়ের চেষ্টা করেন দুই প্রতারক। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজস্থান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা।
বুধবার দিল্লি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত মাসে কেন্দ্রীয় মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন প্রতারকরা। মোবাইল ফোন রিসিভ করতেই চলতে শুরু করে ‘নীল ছবি’। অস্বস্তিতে পড়ে সঙ্গে সঙ্গেই লাইন কেটে দেন তিনি।
পরে মন্ত্রীকে আবার ফোন করেন প্রতারকরা। সেটি রিসিভ করতেই তারা হুমকি দেন, এ ভিডিও কলের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দেবেন।
সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মন্ত্রী। গোটা ঘটনা খুলে বলেন এবং ব্ল্যাকমেইলের অভিযোগ জানান তিনি।
এরপর তদন্ত শুরু করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ফোন নম্বর ট্র্যাক করে চলতি জুলাইয়ে রাজস্থান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা।
অভিযুক্ত দুজনের নাম মোহাম্মদ ওয়াকেল ও মোহাম্মদ সাহিব। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উভয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এসএইচ-০৯/২৭/২৩ (অনলাইন ডেস্ক)