ডেলিভারি ম্যানের সাহসিকতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জলন্ত গাড়িতে আটকা পড়া এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়েছে নাটকীয় এ ঘটনা। খবর সিএনএন এর।
মূলত সান দিয়েগো শহরে সংঘর্ষের ফলে মাঝ সড়কে আগুন লেগে যায় একটি গাড়ির ইঞ্জিনে। বিষয়টি লক্ষ্য করে ফেডএক্সের এক ডেলিভারি ম্যান এগিয়ে যান জলন্ত গাড়িটির কাছে।
মূলত সেখানে কেউ আটকা পড়ে আছে কিনা সেটিই দেখতে গিয়েছিলেন তিনি। এসময় চালকের সিটে এক ব্যক্তিকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পান তিনি।
সাথে সাথে চেষ্টা চালিয়ে একাই টেনে বের করেন দুর্ঘটনার কবলে পড়া লোকটিকে। তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কয়েক মুহূর্ত পরেই ভয়াবহভাবে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন।
পরে জরুরি নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।
এসএইচ-০৩/২৮/২৩ (অনলাইন ডেস্ক)