আইফোন কিনতে ৮ মাসের সন্তান বিক্রি!

শখ মেটাতে মানুষ কত কিছুই না করে থাকেন। কিন্তু তাই বলে সন্তান বিক্রি। এতিদন শুনেছেন অভাবেব তাড়নায় সন্তান বিক্রি হয়।

কিন্তু এবার শোনা যাচ্ছে শখ মেটাতে এক দম্পতি তাদের ৮ মাসের শিশু বিক্রি করে দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার জানিয়েছে আইফোন কিনতে এবং সেটি দিয়ে রিলস বানাতে নিজ সন্তানকে বিক্রি করে দেন বাবা জাদভ ঘোষ এবং মা সাথী। তারা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় থাকেন। এই দম্পতির সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে।

এ ঘটনার পর শিশুটির বাবা পালিয়ে যান। তবে যার কাছে বিক্রি করা হয়েছে তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। সেও উত্তর ২৪ পরগণার খারদাহর বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে শিশুটির মা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি এবং তার স্বামী সন্তান বিক্রির অর্থ দিয়ে রাজ্যে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন যেন তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য রিলস তৈরি করতে পারেন।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা তার সাত বছর বয়সী মেয়েকেও বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেটি তিনি আর পরবর্তীতে করেননি।

এসএইচ-০৫/২৮/২৩ (অনলাইন ডেস্ক)