বিয়ে মানেই জীবনের নতুন অধ্যায়ের শুরু। তাই সকলেই চান এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে। তবে এখন বিয়ের তথাকথিত নিয়ম আচার অনুষ্ঠানের বাইরে গিয়ে অনেক যুগল ভিন্নভাবে উদযাপন করেন জীবনের এই বিশেষ দিনটি। তেমনি বিয়ের দিন পাহাড়ের চূড়া থেকে স্কাইডাইভিং করে তাক লাগিয়ে দিলেন এক নবদম্পতি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে অভিনব এই স্কাইডাইভিংয়ের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা ও ফিলিপ্পো নামে এক নবদম্পতি। সঙ্গে রয়েছেন তাঁদের পরিবার বন্ধু-বান্ধব।
তারপরই চমক দিলেন ওই যুগল। দুজনেই বিয়ের স্কাইডাইভিংয়ের জন্য তৈরি হলেন। একে অপরের হাত ধরে ঝাঁপ দিলেন পাহাড়ের উঁচু চূড়া থেকে। একে একে তাঁদের সকল পরিবার-পরিজনেরাও স্কাইডাইভিংয়ের জন্য পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিলেন।
এমন দুঃসাহসিক পদক্ষেপের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন প্রিসিলা ও ফিলিপ্পো। তাঁরা বলেন, আমরা যে লাফ দিয়েছে নিয়েছি তাতে আমাদের সম্পর্ক আরও মজবুত হল। এই সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের নতুন জীবনের সূচনা হল।
এদিকে বিয়ের পর এমন ব্যতিক্রম উদযাপন করে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন প্রিসিলা ও ফিলিপ্পো। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী লেখেন, আমার বিয়েতে এটি করতে চাই তবে আমি খুব ভয় পাচ্ছি হাহাহা। নবদম্পতিকে অভিনন্দন, তাদের সুন্দর জীবন কামনা করছি।’
আরেকজন ব্যবহারকারী লেখেন, বাহ! আমিও এমন কিছু করতে চাই।
এসএইচ-০৬/৩০/২৩ (অনলাইন ডেস্ক)