খাবার বিল পরিশোধ নিয়ে বন্ধুকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় ১৫ বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে তার তিন বন্ধুর বিরুদ্ধে।

খাবারের বিল পরিশোধ নিয়ে ঝামেলার কারণে ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে বলে গতকাল রবিবার দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুঘুলি গ্রামে ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী কিশোরের নাম চন্দন। সে তার তিনবন্ধুসহ এক দোকান থেকে ডিম খায়। বিল হয় ১১৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫১ টাকা)। কিন্তু তা পরিশোধ নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়।

এরপর তিন বন্ধু চন্দনকে আহুরাউলি গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এক মাঠে হত্যা করে। এরপর তারা এক নদীর তীরে তার লাশ লুকিয়ে রাখে এবং পালিয়ে যায়।

চন্দর রাতে না ফিরলে তার পরিবার তাকে খুঁজতে শুরু করে এবং শনিবার বিকেলে পুলিশে জানায়। এরপরের দিন সকালে পুলিশ চন্দনের লাশ খুঁজে পায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা এ নিয়ে মামলা দায়ের করেছে।

এসএইচ-০৬/১৮/২৩ (অনলাইন ডেস্ক)