চুলের স্টাইলের জন্য যুক্তরাষ্ট্রের একটি স্কুল থেকে কৃষ্ণাঙ্গ এক ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ওই স্কুলছাত্রের নাম ড্যারিল জর্জ। পেঁচানো চুলের স্টাইল করার কারণে দুইবার তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রথমে সাসপেন্ডএর শাস্তি ভোগ করার পর আবারও একই চুলের স্টাইলে স্কুলে আসেন তিনি। ফলে আবার তাকে শাস্তির মুখে পড়তে হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্কুল কর্মকর্তারা বলছেন, এই লক হেয়ারস্টাইল স্কুলের নিয়মের পরিপন্থী। বারবারা হিল ইনডিপেন্ডেন্ট স্কুলের নিয়ম অনুযায়ী কোনো ছেলের চুল বড় রাখা যাবে না। সর্বোচ্চ চোখ কিংবা কান পর্যন্ত চুল আসতে পারে।
তার মা ড্যারেশা জর্জ বলেন, চুলের এই স্টাইলের কারণে একাধিক ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হয়েছে তার ছেলের বিরুদ্ধে। দুইবার সাসপেন্ডও করা হয়েছে। তিনি বলেন, তার ছেলে হতাশ হয়ে পড়েছে। সে এমন কিছুর জন্য শাস্তি পেয়েছে যার সঙ্গে তার পড়াশোনার কোনো সম্পর্ক নেই।
সাসপেনশনের নিয়ম অনুযায়ী, স্কুলের একটি কক্ষে আটঘণ্টা ধরে বসে থাকতে হয় ড্যারেলের। তার মা জানান, প্রতিদিনই স্কুল থেকে মন খারাপ করে বাসায় ফেরে ড্যারেল। তার পিঠও প্রচণ্ড ব্যাথা করে।
জর্জের পরিবারের সবারই চুলই ড্রেডলক স্টাইলে কাটা। এটি তাদের পারিবারিক ঐতিহ্য। ড্যারিশা বলেন, তাদের পরিবার মনে করেন এই হেয়ারস্টাইলের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
জর্জ জানান, তার পরিবার আইনি পদক্ষেপ নিচ্ছে।
এসএইচ-০২/২২/২৩ (অনলাইন ডেস্ক)