ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে বিভিন্ন প্রজাতির বানরের প্রায় ৪০০টি মাথার খুলি জব্দ করেছে ফরাসি কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার চার্লস ডি গল বিমানবন্দরে প্যাকেজ করা অবস্থায় খুলিগুলো জব্দ করা হয়েছে। খবর এএফপির।
কাস্টমস কর্মকর্তারা বলেন, উদ্ধারকৃত ৪০০টি মাথার খুলির মধ্যে বানর ছাড়াও বিভিন্ন প্রজাতির প্রাণীর মাথার খুলি ছিল। খুলিগুলো প্যাকেজ করা অবস্থায় ক্যামেরুন থেকে এসেছিল। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শিকারী ক্লাবে উপহার অথবা পুরষ্কার হিসেবে পাঠানো হচ্ছিল।
কিছু প্যাকেজের মধ্যে প্রাণীদের হাতের বাহুও পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। তবে অনুমতি ছাড়াই বেআইনিভাবে এই খুলিগুলো পাচার করছিল তারা।
খুলিগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য দক্ষিণ ফ্রান্সের আইক্স-এন-প্রোভেন্সের প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে এই বিমানবন্দরে ৭০০টিরও বেশি বানর এবং প্রাণীর খুলি জব্দ করা হয়েছে।
এসএইচ-০৩/২২/২৩ (অনলাইন ডেস্ক)