ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির এক গ্রামে। ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়— রোহিত গুপ্ত নামের এক যুবকের সঙ্গে জনপ্রিয় এক ডেটিং অ্যাপে আলাপ হয় সাক্ষী নামেক এক তরুণীর।
অনলাইনে কিছু দিন কথাবার্তা চলার পর তরুণী তাকে দেখা করতে বলেন। সেই রাতে অভিযুক্ত তরুণীর কথা মতো এক পানশালায় দেখা করেন রোহিত। তারপর সেখান থেকে মদ কিনে তারা যুবকের বাড়িতে আসেন।
বাড়িতে পৌঁছানোর পরই সেই তরুণী তাকে রান্নাঘর থেকে বরফ আনতে যেতে বলেন। রোহিতের আশঙ্কা, এই সুযোগে পানীয়তে মাদক মিশিয়ে দেন তরুণী। এর ফলে তিনি জ্ঞান হারান।
রোহিতের দাবি, সেই মাদক এতটাই কড়া ছিল যে, দু’দিন পর তার ঘুম ভাঙে। আর ঘুম ভেঙে তিনি দেখেন, তার সোনার চেন, আইফোন, দশ হাজার টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড নিয়ে চম্পট দিয়েছেন সেই তরুণী।
এসএইচ-১২/১৯/২৩ (অনলাইন ডেস্ক)