অজান্তেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল টাকা। তাও আবার হাজার বা লাখ নয়, কোটি কোটি টাকা। অথচ বিপুল অংকের এই লেনদেনের কিছুই জানতেন না অ্যাকাউন্টের মালিক। আয়কর বিভাগের নোটিশ পেয়ে রীতিমতো হতভম্ব তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লালগঞ্জ থানার বর্তানিয়া গ্রামের এক শ্রমিকের সঙ্গে। শিব প্রসাদ নিশাদ নামের ওই শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে কয়েকদিন আগে বিপুল অংকের টাকা ঢোকে। কিন্তু সে বিষয়ে তিনি কিছুই জানতেন না।
কিছুদিন আগে তাঁর কাছে আয়কর বিভাগের নোটিশ আসে। যেখানে উল্লেখ করা হয় তাঁর অ্যাকাউন্টে রয়েছে ২২১ কোটি ৩০ লাখ রুপি। তদন্তের জন্য তাঁকে কাছাকাছি কোনো আয়কর অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিপুল এই অর্থের পরিমাণ দেখে চোখ কপালে ওঠে নিশাদের। এ বিষয়ে তিনি এতদিন কিছু জানতেনই না। উল্টো বিপাকে পড়তে হয়েছে তাঁকে। এরপর তিনি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি জানিয়েছেন, ‘আমি পেশায় একজন শ্রমিক। বড় অংকের অর্থের জন্য আয়কর বিভাগ আমাকে নোটিশ পাঠিয়েছে। কিন্তু ওই টাকার বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
উদ্বেগ প্রকাশ করে নিশাদ জানান, কয়েক বছর আগে তাঁর প্যান কার্ড হারিয়ে যায়। ওই কার্ডের অপব্যবহার করে অ্যাকাউন্টে কেউ টাকা পাঠিয়েছে বলে তাঁর ধারণা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালগঞ্জ থানার পুলিশ।
এসএইচ-০৮/২২/২৩ (অনলাইন ডেস্ক)