চীনের একটি বিখ্যাত বিয়ার কোম্পানির কর্মী বিয়ার তৈরির উপাদান রাখা ট্যাংকিতে প্রস্রাব করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি সিংতাওর কোম্পানির বিয়ারের কারখানায় ধারণ করা ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে বিবিসির সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও দিখেছেন লাখ লাখ মানুষ। সিংতাওর চীনের অন্যতম বৃহত্তম বিয়ার কোম্পানি। এ কোম্পানির বিয়ার বিশ্বের অনেক দেশেই রপ্তানি করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়েছে, ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। ট্যাংকিগুলো সিল করা হয়েছে।
গত বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ার একটি ভিডিওতে হেলমেট ও ইউনিফর্ম পরা এক কর্মীকে একটি উঁচু দেয়ালের ওপরে উঠে ট্যাংকিতে প্রস্রাব করতে দেখা যায়।
স্থানীয় নিউজ আউটলেট দ্য পেপার জানিয়েছে, ভিডিওটির লোকেশনে লেখা আছে- সিংতাও বিয়ার নম্বর ৩ ফ্যাক্টরি।
বিজনেস আউটলেট ন্যাশনাল বিজনেস ডেইলি একটি সোর্সের বরাতে জানিয়েছে, ভিডিওটি গ্রহণকারী ব্যক্তি এবং এতে উপস্থিত ব্যক্তি উভয়ই কোম্পানির সরাসরি কর্মচারী নন।
একটি বিবৃতিতে সিংতাওর, কারখানাটি যে এলাকায় অবস্থিত সেই পিংডু সিটির বাজার তদারকি প্রশাসন একটি কমিটি গঠন করেছে বিষয়টি নিয়ে তদন্ত করতে। ভিডিওটি নিয়ে গুরুত্ব দিয়ে তা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
এসএইচ-১১/২৪/২৩ (অনলাইন ডেস্ক)