কামড়ে ডুবুরির মুখোশ ছিঁড়ে নিল হাঙর, তারপর…! (ভিডিও)

কামড়ে ডুবুরির মুখোশ

ফ্রেঞ্চ পলিনেশিয়ায় এলাকার প্রবাল প্রাচীরের কাছে বিশেষ অনুসন্ধানের কাজে গিয়েছিল এক দল ডুবুরি। সেখানে এক জন ডুবুরির দিকে তেড়ে গিয়ে তার মুখোশ কামড়ে ধরে সিলভার স্ট্রিপ হাঙর। অল্পের জন্য বেঁচে যান সেই ডুবুরি।

হাঙরের আক্রমণের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর থেকেই সেটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন সমুদ্রপ্রেমীরা। জানা গেছে, ফেঞ্চ পলিনেশিয়ায় অবস্থিত রাঙ্গিরোয়া হল বিখ্যাত একটি বৃত্তাকার প্রবাল প্রাচীর। সেখানেই পর্যবেক্ষণের কাজে গিয়েছিল একদল ডুবুরি।

সমুদ্রের তলায় সেই প্রবাল প্রাচীরের কাছে পিটার স্নেইডার নামে এক ডুবুরিকে ঘিরে ধরে পাঁচ-ছ’টি সিলভারটিপ হাঙর। তারমধ্যে একটি হাঙর তেড়ে এসে কামড়ে ছিঁড়ে নেয় পিটারের মুখোশ। প্রবাল প্রাচীরের মধ্যে লুকিয়ে পড়ে প্রাণে বাঁচেন তিনি।

হাঙর কামড়ে মুখোশ ছিঁড়ে নিলেও খুব বেশি আঘাত পাননি পিটার। হাঙরের কামড়ের জেরে তার কপালের কিছু অংশে সামান্য ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি।

আরএম-১০/১২/১২ (অনলাইন ডেস্ক)